দুই গোলে এগিয়ে গিয়েও রাশিয়ার বিপক্ষে জিততে পারেনি স্পেন। সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার রাতে রোমাঞ্চকর প্রীতি ম্যাচটা ৩-৩ গোলে ড্র হয়েছে। খেলার ৯ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ডিফেন্ডার জর্দি আলবা। ৩৫ মিনিটে পেনাল্টি পায় স্পেন, সেই পেনাল্টি থেকে সফল স্পট-কিকে স্কোরলাইন ২-০ করেন ডিফেন্ডার সার্জিও রামোস।
৪১ মিনিটে রাশিয়ার হয়ে ব্যবধান কমান সমোলভ। ৫১ মিনিট মিরানচাকের গোলে সমতায় ফেরে ২০১৮ বিশ্বকাপের আয়োজক এই দেশ। দুই মিনিট পর ফের পেনাল্টি পেয়ে ব্যবধান ৩-২ করেন দেন রামোস। তবে ৭০ মিনিটে ২০ গজ দূর থেকে সমোলভের করা দ্বিতীয় গোলে আবার সমতায় ফেরে রাশিয়া। এই সমতা নিয়েই শেষ পর্যন্ত দু’দল মাঠ ছাড়ে।