উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
রংপুরে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পুজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুজা উদযান পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ অধিকারী, সুভাষ চন্দ্র সাহা।