চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে অবস্থিত হড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত। সরজমিন গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও শিক্ষক থাকলেও নেই শিক্ষার পরিবেশ কিংবা মানসম্মত ক্লাসরুম।স্থানীয় জনগনের সহোযোগীতায় ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিমের পৃষ্ঠপোষকতায় খড়কুটা ও টিনের ছাউনি তুলে ছোট ছোট বাচ্চাদের পাঠদান চালিয়ে নেয়া হচ্ছে।১৯৭২ সালে রেজিঃ লাভের পর দীর্ঘ ৪৫ বছর যাবৎ এই স্কুলটি কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘদিনের পুরোনো এই স্কুলটির বর্তমানে এমন করুণ অবস্থা কেন তা জানতে চাইলে প্রধান শিক্ষিকা মোসাঃ মমতাজ মহল চাঁপাই দৃষ্টিকে জানান,দেবীনগর ইউনিয়নের হড়মা নামের গ্রামে এবং স্কুলটি ছিল পাকা দালানের। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস যে,অাগ্রাসী পদ্মার ভয়াল থাবায় স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।পরে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের এমপি মোঃ আব্দুল ওদুদের অনুপ্রেরণায় চরাঞ্চলের পদ্মার ভাঙ্গনকবলিত এই বিদ্যালয়টি পুনরায় নতুন ভাবে টিন ও খড় দিয়ে হরিপুরের শিবপুর ঢাবপাড়ায় তৈরী করা হয়। তিনি আরও বলেন, এই প্রাথমিক বিদ্যালয়ের বিগত দিনের ফলাফল ভাল।অতিত সফলতার ধারাবাহিতা বজায় রাখতে সহকর্মীদদের নিয়ে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।স্কুলটির বর্তমান কমিটির সভাপতি মোঃ হাসান আলী ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম এ ব্যাপারে বলেন,স্কুলের পাশে অবহেলায় পড়ে থাকায় সরকারি খালটি ভড়াট করে স্কুলটির জন্য নতুনভাবে ভবন তৈরি করতে পারলে এ সমস্যার সমাধান সম্ভব। সরকারি খালটিতে যেনো নতুন ভাবে স্কুলভবন তৈরি করা যায় সে বিষয়ে ও তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।