সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রতিষ্ঠানেই নির্ধারিত বোর্ড ফি’র চেয়ে তিন-চার গুণ অতিরিক্ত টাকা নিয়ে এসএসসি’র ফরম ফিলাপ চলছে। এতে দরিদ্র পরিবারের সন্তানদের বাধ্য হয়ে সুদের টাকায় ফরম ফিলাপ করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনে উপজেলার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, আরইউটি উচ্চ বিদ্যালয়, ভাটারা উচ্চ বিদ্যালয়, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে এ চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এসএসসি’র ফরম ফিলাপের নির্ধারিত বোর্ড ফি এক হাজার ৩৫০ টাকা। কিন্তু বোর্ডের আদেশ অমান্য করে নানা অযুহাত ও খরচের ভাউচার দেখিয়ে প্রতিষ্ঠান গুলো ফরম ফিলাপের ফি নির্ধারণ করেছে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত। পৌরসভার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখানে ফরম ফিলাপের ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রতিষ্ঠাণের অনেক শিক্ষার্থী কান্নাজড়িত কন্ঠে জানায়, ‘ফরম ফিলাপের এতো টাকা ধরা হয়েছে যে, বিদ্যালয়ের চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। এতে বাধ্য হয়ে তাদের বাবা-মা সুদে টাকা ধার নিয়ে সন্তানদের হাতে তুলে দিচ্ছেন।’ এ ব্যাপারে আরডিএম পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘তিন হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছি সত্য; কিন্তু তা আদায় হচ্ছে না। বেশী না ধরলে পাওয়া যায় না। সুপারিশের কারণেও অনেকের কাছ থেকে কম নিতে হয়।’
জানা গেছে, এভাবে বিভিন্ন বিদ্যালয়েই ফরম ফিলাপে নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রশাসন সব কিছু জানলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী বলেন, ‘নির্ধারিত ফি’র চেয়ে বেশী টাকা নেওয়া ঠিক না। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’