কুমিল্লা প্রতিনিধি।।
আজ সকাল(১৬ নভেম্বর)কুমিল্লা দাউদকান্দির গৌরীপুরে ১২২ কেজি গাজা সহ ১ টি প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ ১২-২৬৪৮) আটক করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকাগামী আটককৃত প্রাইভেটকারটিকে থামার জন্য সংকেত দিলে কারটি না থামিয়ে দ্রতগতিতে কয়েকশ গজ সামনে গিয়ে গাড়িটি থামিয়ে চালকসহ ২ জন পালিয়ে যায়।পরে অত্র থানার এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি তল্লাশি চালিয়ে পেছনের সিট ও বেক ঢালা থেকে ৬২ টি প্যাকে ২ কেজি করে ১২২ কেজি গাজা উদ্ধর করে।এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।