রংপুর অফিস॥
জাতির জনক বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন রংপুর বেতার। এই অঞ্চলের মানুষের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বাহক। রংপুর অঞ্চলের এক সময় মানুষের বিনোদনের চাহিদা মনের প্রফুল্ল একমাত্র রংপুর বেতার এর মাধ্যমে আমাদের ঐতিহ্য ভাওয়াই গানকে খুজে পেতাম। আমাদের সাংস্কৃতিককে ধরে রাখতে রংপুর বেতারকে উন্নয়নের দারপ্রান্তে নিয়ে যেতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবেই আন্তরিক রংপুরের মানুষের জন্য। প্রধানমন্ত্রীর মধ্যমে রংপুর বেতার কেন্দ্রকে উন্নয়নের সহযোগিতা প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার গৌরবময় ৫০ বছর উপলক্ষে রংপুর বেতার কেন্দ্রে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি এ কথা বলেন।
তিনি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মদ্য দিয়ে কর্মসূচীর সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এমপি, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ সরকারী বেসকারী অফিসের কর্মকর্তা রংপুরে বেতারের বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ। ৫০ বছর পূতিতে নগরীতে র্যালী বের করে র্যালীটি প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পূনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।