ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে ৩৮২ পিচ ইয়াবাসহ মোঃ জাকির হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক অধিদপ্তরের ইন্সপেক্টর। বৃহস্পতিবার(১৬নভেম্বর) ধামরাই থানার কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ জাকির হোসেনের বাড়ি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মোঃ আজাহারুল ইসলামের ছেলে। এই ব্যাপারে এলাকার লোকজন জানান যে মোঃ জাকির হোসেন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছে। এবং জাকিরকে মাদক ব্যবসা করতে বাধা দিলে,সে প্রাণনাশের হুমকি দেয়,এবং বলে যদিকোন লোক এই খবর পুলিশকে দেয় তাহলে তাকে দুনিয়া ছাড়া করে দিব।তার ভয়ে এলাকার কোন লোক মুখ খোলতে পারেনা।যার কারনে কান্দাপাড়া এলাকায় অবাধে ইয়াবার ব্যবসা করে যাচ্ছে।তাই এলাকাবাসির দাবি যাতে করে জাকির উপযুক্ত শাস্তি পায়।
এই ব্যাপারে মাদক অধিদপ্তরের সাভার ধামরাই সার্কিলের (ইন্সপেক্টর) মোঃ শাহীনুল কবির বলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালামের নেতিত্বে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি য়ে, জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ী কান্দাপাড়া গ্রামে তার নিজ বাড়ীতে ইয়াবা বিক্রি করার জন্য অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি। এবং তার নামে মাদক দ্রব্য নিয়নÍ্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।