• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

একটানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের নিদারুণ পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কেন্দ্রঘোষিত সমাবেশ ঘিরে এদিন দুপুর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করতে যেমন বাধা-হয়রানির শিকার হতেন, আজ সেগুলোর কিছুতে ভুগতে হয়নি তাদের। এছাড়া নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ