কুমিল্লা প্রতিনিধি॥
কুমিল্লা দাউদকান্দিতে পানিতে ভাসমান অবস্থায় ১ যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি থানা পুলিশ। গতকাল রাত(১৮ নভেম্বর) অনুমান ৯ টায় দাউদকান্দি টোল প্লাজার উত্তরে বাজার রোডের পাশে পুকুরে লাশ ভাসতে দেখে কোন এক পথচারী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর স্থানীয় সবজিকান্দি গ্রামের মান্নান মেম্বারের বড় ছেলে শাহীন নিহতকে তার ছোট ভাই সুমন(২৫) বলে সনাক্ত করেন এবং সে তিনদিন যাবত নিখোজ ছিল বলে সাংবাদিকদের জানান।পরে নিহতের বড় ভাই শাহীন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,নিহত সুমন তিনদিন যাবত নিখোজ ছিল।গতরাতে এক পথচারী দাউদকান্দি টোল প্লাজার উত্তরে বাজার রোডের পাশে পুকুরে লাশ ভাসতে দেখে কোন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা রাতেই লাশ উদ্ধার করি। আজ সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমেকে প্রেরন করি।ময়না তদন্ত রিপোট পাওয়ার পর বুঝা যাবে সে কিভাবে নিহত হয়েছে। সে অনুযায়ী আমরা আইনগত ব্যাবস্থা নিব।