• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

রাবি ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার, হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি তাশফিক আল তৌহিদসহ কয়েকজন নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি চালান।

এ সময় তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতিপূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতেন, অত্যাচার করতেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদ্ধার হওয়া এসব অস্ত্র হস্তান্তর করে তাঁদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তী সময়ে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত জুলাই শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়েন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবসহ তাঁর অনুসারীরা। এর পর থেকে তাঁদের আর ক্যাম্পাসে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ