যারা কপিল শর্মার পর্দায় ফিরে আসার অপেক্ষা করছেন, তাদের জন্য সুখবর! মোটামুটি তিন মাস পর সেই ভাবনাই সত্যি হল। নতুন ছবিই শুধু না, সুখবর রয়েছে ‘কমেডি কিং’র শো নিয়েও।
সম্প্রতি ‘কপিল শর্মা শো’র চ্যানেল কর্তৃপক্ষের একটি বক্তব্যেই মিলেছে সেই ইঙ্গিত। এনডিটিভি বলছে, চ্যানেলের বিজনেস হেড একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘কপিল খুব শীঘ্রই ফিরছেন। আর এবারের ফেরা হবে আরও জমকালো।’
কপিল আপাতত ব্যস্ত তার আগামী ছবি ‘ফিরাঙ্গি’ নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। তবে সরাসরি কপিলের কাছ থেকে শো নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।