• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

‘জানি চলে যাবে তুমি’ গান নিয়ে মনির খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মনির খান এখনো নিয়তিম গান উপহার দিয়ে যাচ্ছেন। এক সময়ের অডিও ইন্ডাস্ট্রি কাঁপানো এ শিল্পী বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয় রয়েছেন। এতেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় তিনি শ্রোতাদের আরও একটি নতুন গান উপহার দিতে যাচ্ছেন। গানটির শিরোনাম ‘জানি চলে যাবে তুমি’। গানটির কথা লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস। এ রোমান্টিক গানটি আজ (১৯ আগস্ট) বিকেল ৫টায় মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘আমি আসলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। এখন মানুষের বিনোদন নেওয়ার মাধ্যম পরিবর্তন হয়েছে। সবাই অনলাইনে থাকে। তাই আমার নিজস্ব ইউটিউ চ্যানেলে গান প্রকাশ করি। আশা করছি এবারের গানটিও শ্রোতারা পছন্দ করবেন।’

বেতার, শিল্পকলা, বিটিভিসহ কোনো সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না
গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ