চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ শহরের বড়ইন্দারা মোড়ে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ ঔষধ মালিক সমিতি’র নিজস্ব কার্যালয়ের সামনে থেকে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় মিলিত হয়। ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোঃ শরিফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ ঔষধ মালিক সমিতি’র সভাপতি মোঃ জাফর আহম্মেদ ওসমানী শিলার সেক্রেটারি মোঃ মশিউর রহমান বেনু৷ এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফার্মেসি ব্যবসায়ী ব্যক্তিবর্গ, কেমিস্ট সহ বিভিন্ন ঔষধ কম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ৷