কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়ানগর দক্ষিন পাড়া গ্রাম থেকে সোমবার সকালে মোঃ সোহেল হোসেন (২৬) নামে জনৈক পরিবহন শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল উপজেলার নয়ানগর দক্ষিনপাড়া এলাকার মোঃ ফকর উদ্দিনের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার নয়ানগর দক্ষিন পাড়া গ্রামের বাসিন্দা মোঃ সালাম হোসেন নামে এক লোক ওই দিন সকালে নিহতের বাড়িতে আসে পাওনা টাকা নেওয়ার জন্য। এ সময় সোহেলের ঘরের দড়জা বন্ধ থাকায় সালাম তার নাম ধরে ডাকাডাকি করে। তার ডাকাডাকিতে নিহতের বড় ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলে এসে ঘরের বেড়ার টিনের ছিদ্র দিয়ে দেখে খাটের উপর সোহেল সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এ সময় ভাবির ডাক চিৎকারে আশ পাসের লোকজন ছুটে আসে। এক পর্যায়ে প্রতিবেশী ও নিহতের স্বজনরা বেড়ার টিন কেটে ঘরের ভেতর প্রবেশ করে দেখে ঘরের ধরনার সাথে গলায় মাফলার পেঁচানো অবস্থায় সোহেল ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হাকিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।