ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কে ধলকুন্ড এলাকায় বাস চাপায় মটর সাইকেল আরোহী মোঃ আহাদ মাষ্টার (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা দুই ঘটিকার সময় (পিএস সি) পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ মাষ্টারের বাড়ী ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুুুরিয়া গ্রামের মোঃ আব্দুল রশিদ মাষ্টারের ছেলে।
এলাকার লোকজন জানান মোঃ আহাদ মাষ্টার উপজেলার দক্ষিণ ভান্নল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার মৃত্যতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে। এলাকার লোকজন আহাদ মাষ্টারকে এক নজর দেখার জন্য ভীড় করছে আর বলছে ছেলেটা অনেক ভাল ছিল। তার কারণে এলাকার অনেক ছেলে মেয়েরা লেখা পড়ার আগ্রহী হত। আমরা একজন ভাল মানুষকে হারালাম।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) ভজন রায় জনান সাটুরিয়া থেকে ছেড়ে আসা (এস বি লিংক) বাসটি দ্র্ত গতিতে ধলকুন্ড এলাকায় পৌছালে, এই সময় আহাদ মাষ্টার ধলকুন্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে (পিএস সি) পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার জন্য মোটর সাইকেল যোগে স্কুল থেকে রাস্তায় উঠার সময় ঐ ঘাতক বাসটি তাকে চাপা দেয়। সাথে সাথে ঐ স্কুলের ও এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। এবং তার সাথে থাকা পুলিশ কনস্টেবল মোঃ নাজিমুদ্দিন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।