চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ তে থাকছে চার গীতিকারের গান। গীতিকাররা হলেন জুলফিকার রাসেল, আসিফ ইকবাল, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল।
তাদের লেখা- স্মিতা যায় কি ছেড়া বুকের পাজড়, ফাতেমা পাগল তোর জন্য পাগল, জনি সুখ ছাড়া দুঃখ, ঐশী তুমি এলে পায়ে পায়ে, সুমনা জন্মিলে মরিতে হবে, স্বপন কিছুই নাকি দেইনি তোমায়, আদিবা এ আমার দুঃখ, আর কারও নয় ও তরিক যায় দিন একাকী…গানগুলো গেয়েছেন সেরাকণ্ঠের ৮ জন প্রতিযোগী।
প্রতিযোগিতার প্রধান বিচারক কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। উপস্থাপনায় মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনায় ইজাজ খান স্বপন। চ্যানেল আই-তে প্রচার হবে সোম রাত ৮টায়।