উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের গ্যাস লাইন পশুর হাটের পূর্ব পাস আলীর বাড়ি হতে আব্দুস ছালামের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। সোমবার সকালে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম এ রাস্তাটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, কার্যসহকারী আব্দুস ছালাম, ঠিকাদার মাসুদ রানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লাপাড়া পৌরসভা অফিস সূত্রে জানা যায়, এ রাস্তাটি পাকাকরণ কাজে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। রাস্তাটি নির্মানের ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর হবে বলে স্থানীয় এলাকাবাসী জানান।