রংপুর প্রতিনিধি॥
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত রংপুর বিভাগের মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে মহিলা কল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে ।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওহিদুজ্জানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনুশীল ।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বেগম মাহমুদা কুক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন প্রমূখ । সভায় রংপুর বিভাগের জেলার ১৬টি সহ ৬৫টি সমিতিকে এককালীন ১২লাখ ৬৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয় ।