নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বলেন, স্টেশনের প্লাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা মরদেহটি উদ্ধার করে আইনি ব্যবস্থা নেবে।