গাজায় নতুন বন্দী বিনিময় চুক্তির ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। মার্কিন প্রশাসনের একজন জেষ্ঠ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি ইস্যুতে নতুন যে চুক্তি প্রণয়নের কাজ শুরু করেছিল মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার, তার কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের পাঠানো প্রস্তাব থেকেও সেখানে কিছু শর্ত নতুন চুক্তিতে যুক্ত করা হয়েছে। মধ্যস্থতাকারী এবং চুক্তির অংশীদারদের (ইসরাইল-হামাস) মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা হচ্ছে। চুক্তির ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। বাকি ১০ ভাগও শিগগির শেষ হবে বলে আমরা আশা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রস্তাবিত নতুন চুক্তিতে মোট ১৮টি অনুচ্ছেদ থাকছে। হামাস, ইসরাইল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতে ইতোমধ্যে ১৪টি অনুচ্ছেদ লিপিবদ্ধের কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুন গাজায় যুদ্ধবিরতিসংক্রান্ত তিন স্তরের একটি চুক্তির প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন চুক্তিটি সম্পাদনার কাজ চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সূত্র : আনাদোলু এজেন্সি