রংপুর অফিস॥
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেছেন, জণগনের ভ্যাট-ট্যাক্সের টাকাই একটি রাষ্ট্রের চালিকা শক্তি। বিশ্বের যেসব দেশে জণগন সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স প্রদান করে সেসব দেশ তত বেশি উন্নত। গতকাল বুধবার সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর কমিশনারেট আয়োজিত গণ শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আওতাধীন সকল স্টক হোল্ডার ও ব্যবসায়ীদের নিয়ে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়।
আহসানুল হক আরো বলেন, দেশের জণগন যেন খুব সহজে কোন ভোগান্তি ছারাই যেন তাদের কর প্রদান করতে পারে এজন্য সরকার নতুন ভ্যাট আইন চালু করেছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ব্যবসায়ীদের সঠিকভাবে কর প্রদানের আহবান জানান। এসময় তিনি উপস্থিত স্টক হোল্ডার ও ব্যাবসায়ীদের সমস্যা, অভিযোগ ও নতুন ভ্যাট আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল রংপুরের যুগ্ম কমিশনার আশরাফুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উপ-কমিশনার ফকরুল আমীন চৌধুরী, নির্বাহী মেজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার (ডি.আই.জি অফিস) এ বি এম জাহিদুল ইসলাম, রংপুর জেলা পরিবেশক সমিতির সহ সভাপতি শেখ মিননুর রহমান মিনু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের সহকারী কমিশনার রেজভী আহম্মেদ, সুসান্ত পাল, মোস্তাফিজুর রহমান, মো. আল-আমিন, মসিয়ার রহমান মন্ডল, মো. মাহবুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা মো. আইয়ুব, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফ হোসেন, আনিসুর রহমান প্রমুখ।