বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের আউটডোরে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কাবাডি শেড নির্মিত হচ্ছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এ শেট নির্মান কাজের উদ্বোধন করেন।এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, কোষাধক্ষ সরদার ওমর ফারুক, পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন, ইঞ্জিনিয়ার টিএম রেজাউল করিম রিজভী উপস্থিত ছিলেন।