বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে ষাটগম্বুজ ইউনিয়নে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে পরিষদ প্রঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র বেরহয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । এদিন বিকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ ইবুল হোসেনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সরদার ইলিয়াছ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মাওঃ মোজাহিদুল ইসলাম, শেখ নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু। এসময় ছাত্রলীগের পক্ষে থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন সাদ্দাম। আলোচনা সভা শেষে পটকা ও আতশ বাজি ফাটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।