লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অগিকান্ডের ঘটনায় ঘর-বাড়ী সহ সব পুড়ে ছাই হলেও পুড়ে যায়নি পবিত্র কোরআন শরীফ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।এ সময় ৫টি পরিবারের সকল ঘর-বাড়ি, ধান, চাল, আসবাবপত্র ও নগট টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।স্থানীয় ফজলু, বিবল্প, সোহেল সহ কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে রান্না ঘরের জলšত চুলা থেকে আগুন লাগে। স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে সব পুড়ে ছাই হলেও পোড়েনি পবিত্র কোরআন শরীফ।কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, অগিকান্ডের ঘটনায় সব পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরআন শরীফটি। শুধু কোরআন শরীফের সাইট দিয়ে কিছুটা পুড়ে যায়। তবে সব কিছুই ঠিকঠাক রয়েছে।