• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বলিউড তারকা কারিনাকে ‘বয়স্ক’ বলে বিপাকে পাকিস্তানি অভিনেতা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মির্জা ফখরুল শিক্ষার্থীদের পিকনিক বাসের ধাক্কায় মিনিবাসের দুই যাত্রী নিহত কীভাবে ঢুকল আরও ৬০ হাজার রোহিঙ্গা যে ব্যাখ্যা দিলো পররাষ্ট্র উপদেষ্টা সহ-সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারে দুদকের অনুসন্ধান শুরু মালাক্কায় আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল’এ বাংলাদেশ হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন এবার যা যা নিয়ে এলো পাকিস্তানি সেই জাহাজে দিল্লির সব স্কুলে অবৈধ অভিবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে নির্দেশ

মধ্যরাতে স্পন্সরদের মদের পার্টিতে যেতে হত জেরিনকে

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে থ্রিলার ছবি ‘আকসার ২’। কিন্তু ছবি নিয়ে সেভাবে উচ্ছ্বাস দেখা যাচ্ছে না ছবির নায়িকা জেরিন খানের মধ্যে। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নির্মাতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন জেরিন খান।
জেরিন খানের দাবি, তিনি জানতেন ‘আকসার ২’ একটি ক্লিন মুভি হতে চলেছে। তাকে বলা হয়েছিল নির্মাতারা ‘ হেট স্টোরি ‘-র মতো কিছু বানাবেন না। তারপর ছবি শুরু হলে স্বল্প বসন পড়া নিয়ে ঝামেলা হয় নির্মাতা ও জেরিনের মধ্যে।
অপছন্দ থাকা সত্ত্বেও কেন তাহলে তিনি ‘আকসার ২’ এ ছোট পোশাক পড়নে, এই প্রশ্নের জবাবে জেরিন বলেন, আমি বিরোধিতা করেছিলাম। কিন্তু ছবির প্রযোজক ও নির্দেশক নিজেই জানতেন না একটা সময়ের পর তারা ছবি থেকে কী পেতে চান।
ছবি ছেড়ে কেন বেরিয়ে গেলেন না জেরিন? এই প্রশ্নের উত্তরে জেরিন জানান, পেশাদারিত্বের ভাবনা থেকে তিনি ছবি ছেড়ে বেরিয়ে যেতে চাননি। তিনি সমস্যার বোঝাপড়া চেয়েছিলেন। জেরিনের দাবি, ছবির জন্য অকারণে তাঁকে ‘এক্সপোজ’ করতে বলা হয়েছে প্রযোজকদের পক্ষ থেকে।
জেরিনের দাবি, দিল্লি নিয়ে গিয়ে ‘আকসার ২’ এর দল তাঁকে স্পন্সরদের সঙ্গে দেখা করতে বলেন, কথা বলতে বলেন। জেরিনের বক্তব্য, দেখা করার কথা বলা মানেই ‘রাত ভর খাও অউর দারু পিও’। যেখানে সেই সময় ফিল্মের নির্মাতারা নিজেরা শুধু খাওয়া দাওয়া করতেই ব্যস্ত ছিলেন। এইভাবে একজন নারীর সঙ্গে ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
এছাড়াও সেদিন স্পন্সরদের সঙ্গে ঝামেলার জেরে রাত আড়াইটায় জেরিন মুম্বাইয়ে পৌঁছন। রাস্তা চলতি ক্যাব ধরে তাঁকে বাড়ি পৌঁছতে হয়। কোনও গাড়ির ব্যবস্থা করেনি নির্মাতারা। জেরিনের দাবি এর ফলে সেদিন তাঁর যৌন হেনস্থাও হতে পারত রাতে।
নির্মাতাদের দাবি জেরিনের সমস্ত রকমের অভিযোগ খারিজ করে নির্মাতাদের দাবি, অনেক  ধরনের চাহিদা ছিল জেরিনের। যার জন্য স্পন্সরদের কাছে নির্মাতাদের অসম্মানজনক অবস্থায় পড়তে হয়। ফার্স্টপোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ