বহুল আলোচিত বিদেশি ভাষা থেকে নির্মিত ধারাবাহিক ‘সুলতান সুলেমান’, সিরিয়ালটি প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। শুরু থেকেই এই সিরিয়ালটি নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা। এখন চলছে ধারাবাহিকের ষষ্ট সিজন।
সিরিয়ালটি নিয়ে নতুন খবর হলো, আজ বৃহস্পতিবার প্রচারিত হবে চলতি সিজনের শেষ পর্ব। এই পর্বেই মারা যাচ্ছেন সুলতান সুলেমান। প্রায় ৭০০ বছর আগে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান সুলেমান। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী।
ক্ষমতার টানাপোড়েনে সাম্রাজ্যের নানা ষড়যন্ত্র, সন্তানদের হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল। শেষ পর্বে অটোমান সাম্রাজ্যের এই সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময়ে অসুস্থ হয়ে পড়বেন তিনি।
যুদ্ধের ময়দানে মৃত্যু হবে তার। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন ইব্রাহিম পাশাকে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় দেখানো হবে সুলতান সুলেমান সিরিয়ালের আজকের বিশেষ পর্ব।