• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গ্র্যান্ডমাস্টার রাজীব ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন ড. ইউনূস বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন পররাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার গাজীপুরায় ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫১৫ রান ঝিনাইদহে স্কুলের ইজিবাইক উল্টে আহত ১২ শিক্ষার্থী দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ সিরাজগঞ্জে প্রাইভেট কারে মিলল ২৬ কেজি গাঁজা সাভারের শিল্পাঞ্চলে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরলেও ১৬ কারখানা এখনো বন্ধ সুদের জালে জর্জরিত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুজায় আসছে কৌশানীর ‘বহুরূপী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

এবারের পুজায় আসছে ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জির টালিউড ছবি ‘বহুরূপী’। মুখ ও মুখোশ খেলার অ্যাকশনে এই ছবির টিজার ইতোমধ্যে সাড়া ফেলেছে। ছবিটিতে ‘ঝিমলি’ রূপে দেখা যাবে কৌশানীকে। নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি। তাদের জুটিতে রোম্যান্টিক গান ‘শিমূল-পলাশ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।

গত বৃহস্পতিবার ছবির দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’-এর মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খোলেন।

কৌশানী তার আশেপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কী না, প্রশ্ন করেন সাংবাদিকরা। নায়িকার উত্তর, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি, কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি।’

কৌশানী বলেন,‘এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দেই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়ত অনেক বড় জায়গা যেতে পারতাম।’

‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের ইভেন্টেও নিজের প্রকৃতি ও তার জন্য কাজে কী প্রভাব পড়ে তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না। দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। ‘আবার প্রলয়’-এর পর আমি প্রায় ৮ মাস কিছু কাজ করিনি। এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। এর মাঝেও আমার কাছে অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি স্বেচ্ছায় সেইসব কাজ ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল ‘আবার প্রলয়’-তে আমাকে অন্যরকম ভাবে দেখে দর্শকরা যে ভালোবাসাটা দিয়েছিলেন, সেটা যেন আমার পরের ছবিতে একটু না কমে। ‘আবার প্রলয়’ আমার জন্য খুব বিশেষ ছিল। তারপর আসে ‘বহুরূপী’-এর অফার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ