লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস.আই ফারুক আহম্মেদ শনিবার দুপুরে খাদ্য গুদার চত্তরে পৌর কর্মচারী খোরশেদ আলমকে জনসম্মুখে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত খোরশেদ আলমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কর্মচারীকে পুলিশ অতর্কিত ভাবে পিটিয়ে আহত করার প্রতিবাদে পৌর সুপারসহ ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা কর্ম বিরতি ঘোষনা করেছে।
পৌর কর্মচারী সংসদের লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন হেলাল বলেন, পৌর সভার গার্ভেজ ট্রাক চালক খোরশেদ আলম শনিবার সকালে আর্বজনা নিয়ে বালু চৌহমুনী বাজার সংলগ্ন স্থানে ফেলে ফিরার সময় খাদ্য গুদামের সামনে জ্যামে পড়ে। থানার এস.আই ফারুক আহম্মেদ পিছন দিক থেকে এসে খোরশেদকে গাড়ী থেকে টেনে হিছনে নামিয়ে জনসম্মুখে কিল-ঘুষি,লাথি মারতে থাকে। একর্পযায়ে খোরশেদ অজ্ঞান হয়ে পড়লে সড়কের উপর ফেলে চলে গেলে ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদ আলম বলেন,সড়ক সংস্কার কাজ চলার কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পিছন দিক থেকে পুলিশ অফিসার হর্ন দিকেও যানজটের কারনে সাইট দিতে পারি নাই। অভিযুক্ত এস.আই ফারুক আহম্মেদ বলেন, খোরশেদ আলম আমাকে ট্রাক দিয়ে ধাক্কা দেয়। এনিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, পিটিয়ে আহত করার অভিযোগ সঠিক নয়।