লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর দরগাহ শরীফে শনিবার দুপুর থেকে পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) এর পৌত্র বিশ্ব ওলী হযরত সৈয়দ আহাম্মদ তান্নুরী তাওয়াক্কুল্লী ওরফে হযরত সৈয়দ শাহ্ মিরান (রঃ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরশ মোবারকের এন্তেজামিয়া কমিটির সভাপতি কলামিস্ট সৈয়দ মোজাম্মেলক হক মিলন জানান,রোববার সকালে তবারত বিতরনের মধ্য দিয়ে ওরশ শেষ হবে। শনিবার দুপুরে ওরশ মাঠ পরিদর্শ করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম.এ আউয়াল,উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন,পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।