• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা

আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ‘বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ায় শনিবার সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। পরে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং বিভিন্ন শিক্ষা-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জেলা ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের পক্ষে ঔষধ তত্ত্বাবধায়ক জনাব শরিফুল ইসলাম মোল্লা সহ ঔষধ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চের ভাষণের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৩টায় নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্ব¡রে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র (ওরা ১১জন) প্রদর্শন করা হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহরকে নানাভাবে সজ্জিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ