নাম মামণি দাস। স্বামী নেই, বাড়ি ভারতের আসামের রাজবাড়ি গ্রামে। সংসার টানতে রিকশা চালান মামণি। আর মনের মধ্যে লালন করেন স্বপ্ন, মেয়ের হাতে উঠবে কুস্তি প্রতিযোগিতার পদক।
৫৫ বছরের মামণির জীবনের লক্ষ্য একটাই। মেয়েকে নামি কুস্তিগীর তৈরি করা। খরচ জোগাতে বাধ্য হয়ে রিকশা চালানোর কাজে নেমেছেন তিনি। বহুবার মামণি নানা সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেছেন। কিন্তু সাধারণ এক রিকশা চালকের আবেদনে সাড়া দেয়নি কেউ।
তবে বিখ্যাত গায়ক অঙ্গরাগ পাপন মহান্ত আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের কাছে মামণির ঘটনা জানিয়ে টুইট করেন। মোবইল নম্বর দেন মামণির মেয়ের। সেই টুইটের জবাবে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘মামণির মেয়ের সঙ্গে তার কথা হয়েছে। নিজস্ব ব্যবসা শুরু করতে কম সুদে ঋণ পাইয়ে দেবেন তাকে। এ জন্য তাদের কিছু বন্ধক রাখতে হবে না।’