• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

মেলায় ই-বুক পাঠকদের জন্য ‘বইঘর’

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

ই-বুকের প্রতি আগ্রহী পাঠকদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় থাকছে কয়েকটি স্টল। এর মধ্যে অন্যতম হলো ই.বি. সলিউশনস্ তথা ইবিএসের স্টল ‘বইঘর’। বাংলালিংক ও রবির গ্রাহকরা ‘বইঘর’-এর অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে উপভোগ করতে পারবেন বিভিন্ন লেখকদের নতুন-পুরনো বই।
খোঁজ নিয়ে জানা যায়, ‘বইঘর’-এ রয়েছে হাজারের অধিক বই। এর মধ্যে ৬০০টি বই বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। লেখকের তালিকায় আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, রাবেয়া খাতুন, ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবার, আনিসুল হক, আলী ইমাম প্রমুখ। বইমেলা উপলক্ষে জনপ্রিয় দুই লেখকের একাধিক নতুন বইও প্রকাশ করা হয়েছে। এগুলো হলো ইমদাদুল হক মিলনের পাঁচটি নতুন গল্প ও ‘একটি রহস্য উপন্যাস’ আর সাদাত হোসাইনের উপন্যাস ‘নিঃসঙ্গ নক্ষত্র’।
বাংলালিংকের গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ‘বইঘর’ অ্যাপটি ডাউনলোড করতে পারছেন। সেবাটি পেতে গ্রাহককে দিনে মাত্র ২ টাকা ৪৪ পয়সা সাবস্ক্রাইব চার্জ দিতে হবে। রবির ক্ষেত্রে ১ টাকা ২২ পয়সা।
মেলা উপলক্ষে থাকছে কুইজের ব্যবস্থা। বাংলা একাডেমির ‘বইঘর’ স্টলে (৬৩-৬৪ নম্বর) বিভিন্ন কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়ে তাৎক্ষণিকভাবে যে কেউ জিতে নিতে পারবেন পুরস্কার। একইভাবে আগ্রহীরা অ্যাপ ব্যবহার সংক্রান্ত নিয়মাবলীও জানতে পারবেন। ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে একুশে বইমেলার চিত্রও। বাংলা একাডেমি আয়োজিত এই মেলায় তৃতীয়বারের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কারিগরি সহযোগিতা দিয়েছে ইবিএস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ