• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

ট্রাফিক পুলিশের জন্য আসছে ‘এসি হেলমেট’

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট।

দিন হোক বা রাত, রোদ থাক কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতেই হয় তাদের। সেই ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল গুজরাটের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে এসি হেলমেট ব্যবহার শুরু করল তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলো-ধোয়া থেকেও রক্ষা করছে।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম। চলে ব্যাটারিতে। একবার চার্জে ৮ ঘণ্টা অবধি কাজ করে।

নয়ডার সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই হেলমেট। তারা জানিয়েছে, পরিবেশ থেকে বাতাস নিয়ে তাকে পরিশুদ্ধ করে হেলেমেটের ভিতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্যে কাজ করে একটি মোটর। পাশাপাশি প্লাস্টিকের হেলমেট রোদ-বৃষ্টি থেকেও মাথা বাঁচাবে।

আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। আপাতত পরীক্ষামূলকভাবে ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। ওই পুলিশকর্মীরা ইতোমধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।

এক ট্রাফিক কনস্টেবল বলেন, এসি হেলমেট দারুণ। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ