• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

ইসরায়েলি বর্বরতা না থামলে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে: ইরান

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ছবি: পার্স টুডে

অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের অপরাধযজ্ঞ না থামলে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে কেউই এ নিশ্চয়তা দিতে পারবে না যে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একইরকম থাকবে।’

তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে হত্যা করে যাবে, এটা সহ্য করা যায় না। এই হত্যাকাণ্ড এবং গাজার মানুষের ওপর আরোপিত অবরোধের সমাপ্তি ঘটাতে হবে।’

ফিলিস্তিন ইস্যুতে নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ