• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:

বাগেরহাটে প্রাণীসম্পদ সেবা সপ্তাহে- এমপি বাদশা

আপডেটঃ : সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা বলেছেন, দেশে ৩ কোটি মানুষ প্রাণি সম্পদের উপর নির্ভরশীল। অর্থনৈতিক দিক দিয়ে গার্মেন্টস সেক্টরের পরেই প্রানি সম্পদ সেক্টরের অবদান। সোমবার দুপুরে বাগেরহাট শহরের জেলা প্রানি সম্পদ কার্যালয় প্রাঙ্গনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৮-উপলক্ষে গবাদি পশু প্রদর্শন শেষে পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাণি সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে আর্থিক স্বচ্ছল করার জন্য অবদান রাখছে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের প্রতি আহবান জানান। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার শাহরিয়ার মুক্ত,বিআরডিবি সদর উপজেলার চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, মহিষ প্রজনন খামারের ব্যবস্থাপক ডা. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ খান শাহিদুজ্জামান। অনুষ্ঠানে ছাগল, গরু, মহিষ, মুরগি, তুর্কি মুরগী, হাস পালনকারী ৫০ খামারীকে উপহার প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ