• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বন্যা-ভূমিধস তানজানিয়ায় নিহত অন্তত ১৫৫, আহত দুই শতাধিক ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফ’র অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩ দায়িত্ব পালন কালে হিটস্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি: ওবায়দুল কাদের মন্ত্রী-এমপিদের সজনদের কাছে জিম্মি স্থানীয় জনগণ : রিজভী ৪ মে থেকে খুলতে পারে স্কুল-কলেজে, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে পড়েছিল রিকশাচালকের লাশ স্ত্রীর বেগোনার দুর্নীতির কারণে দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এফআইভিবি’র শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেটঃ : সোমবার, ২৩ জুলাই, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এফআইভিডিবি’র আয়োজনে ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগিতায় ১৩০০ লোকের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’ কমলগঞ্জ এর প্রজেক্ট ম্যানেজার এ,টি,এম জান্নাতুল নাঈম, সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী, ফাইন্যান্স অফিসার মো: আব্দুল ওয়াহাব, মো: কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলেটর মো: সুবহানুর রহসান, আদমপুর ইউপি সদস্য রেজাউল করিম, মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭৫ জনের মধ্যে নগদ ৪৫০০ টাকা এবং ২৫ জন প্রতিবন্ধীকে নগদ ৫৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে ইসলামপুর ইউনিয়নের ৭০০ জনের মধ্যে জনপ্রতি নগদ ৪৫০০ টাকা করে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ