• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ধামরাই প্রেসক্লাবের সভাপতির উপর হামলা প্রধান আসামী কাইল্যা মাসুদের জামিন না মঞ্জুর

আপডেটঃ : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

ধামরাই(ঢাকা)প্রতিনিধি॥
ঢাকার ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানের ওপর হামলাকারি প্রধান আসামী কাইল্যা মাসুদের জামিন না মঞ্জুর করেছে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাঃ কামরুনাহার। অপরদিকে আসামীকে মামলার তদন্ত কর্মকর্তাকে জেলগেইটে তিন কার্য দিবসের মধ্যে জিজ্ঞাসাদের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সোমবার জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট কামরুনাহারের আদালত থেকে এ আদেশ প্রধান করা হয়। এর আগে শুক্রবার প্রধান আসামী কাইল্যা মাসুদ গ্রেফতার হওয়ার পর পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করে  তাকে ঢাকার স্পেশাল আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে(কেরানীগঞ্জ)প্রেরণ করেন। রোববার তার প্রথম রিমান্ড শুনানী হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলমের আদালতে। আদালত সোমবার দ্বিতীয় শুনানীর দিন ধার্য করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে রিমান্ড শুনানী হলে তিনি উপরন্ত আদেশ প্রদান করেন। এসময় মামলার বাদি মোঃ আব্দুর রউফ আদলাতে উপস্থিত ছিলেন।
বাদি পক্ষের কুশলী ছিলেন, আইনজীবি  মোঃ আমিনুর রহমান,আইনজীবি প্রহলাদ চন্দ্র সাহা,আইনজীবি মোঃ রাশেদ সিদ্দিকী,আইনজীবি মোঃ মিজানুর রহমান মিজান ও আইনজীবি মোঃ কুশুম। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি ছিলেন,সাবেক পিপি ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ তারিক হোসেন। বাদি ও বিবাদি পক্ষের আইনজীবিদের মধ্যে দীর্ঘ্য সময় যুক্তিতর্কের একপর্যায়ে বিজ্ঞ বিচারক এ আদেশ প্রদান করেন।
বাদিপক্ষের আইনজীগণ ও বাদি বলেন,আমরা আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ