• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

শ্রীমঙ্গলে চার দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ সমাপ্ত

আপডেটঃ : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
তরুণদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি ও নেতৃত্ব¡দানের গুণাগুণ অর্জনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হওয়া চারদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন শ্রীমঙ্গল সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কর্মকর্তা মো. নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফ্যাসিলিটেটর জিয়া উদ্দিন দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, কলেজের শিক্ষক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অধ্যাপক গোলাম মোর্তজা ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফ্যাসিলিটেটর জোবায়ের চৌধুরী।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’ শ্রীমঙ্গল ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণ গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজে শুরু হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কর্মকর্তা মো. নাজমুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য বাংলাদেশ টি এসেস্ট এস্যোসিয়েশনের সভাপতি পিপিজি এ্যাম্বাসেটর মাহবুব রেজা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পিপিজি সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সমাজ সেবক পিপিজি এ্যাম্বাসেটর জহির আহমেদ শামীম, পিপিজি সদস্য শিক্ষিকা কাজী আসমা, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক প্রদীপ কুমার বিশ্বাস ও গোলাম মোর্তজা। প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ