• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

সড়ক পরিবহন আইন অনুমোদন হওয়ায় আনন্দ র‌্যালী

আপডেটঃ : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি॥
সড়ক পরিবহন আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিক্ষার্থীদেরএকটি র‌্যালী শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যেসব গাড়ী চালক শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছিল তাদের শাস্তি দাবী করছিল দেশের ছাত্রসমাজ,আমরাও দাবী করেছি যারা হত্যা করেছে তাদের ফাসি দিতে হবে।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে আইন পাশ হয়েছে আগামীতে তা বাস্তবায়ন হবে। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে,তাদের প্রতি সম্মান  দেখিয়ে সরকার এ সড়ক পরিবহন আইন পাশ করেছে। এ আন্দলন নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল তারা ব্যার্থ হয়েছে। এ সময় আরোও বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক মোঃ মুরাদ কবির,গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিন উদ্দিন প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর শ্রমিকলীগের সভাপতি হারিজউজ্জামান খান, মোশারফ হোসেন জয় প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ