• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না গাজায় গণকবর থেকে প্রায় ৪০০ মরদেহ উদ্ধার দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষো হংকং, সিঙ্গাপুরের পর ইইউতে ভারতীয় ৫২৭ পণ্যে মিলেছে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে প্রস্তাব, হতে পারে বাণিজ্য চুক্তি: প্রধানমন্ত্রী বন্যা-ভূমিধস তানজানিয়ায় নিহত অন্তত ১৫৫, আহত দুই শতাধিক ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফ’র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদকবিরোধি অভিযানে বিজিবি’র হাতে ৪ হাজার ৯ পিস ইয়াবা, দেড় গ্রাম ও ২৫ পুরিয়া হেরোইন, ১৫২ বোতল ফেন্সিডিল এবং ৯০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযানে এসব উদ্ধার ও আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার। তিনি এক প্রেসনোটে জানান, শিবগঞ্জের শিয়ালপাড়া এলাকায় বুধবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বাবু মিয়া (২০) নামে একজনকে আটক করা হয়। সে শিবগঞ্জের চরহাসানপুরের সড়াপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এসময় চরহাসানপুর গাইপাড়া গ্রামের আশরাফুলের ছেলে আরিফুল ইসলাম (৩২) পালিয়ে যায়। আটক বাবু মিয়াকে ভ্রাম্যমান আদালত ১ বছর কারাদন্ড দেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রকাশ্যে ধ্বংস করা হয়। শিবগঞ্জের বাবুপুর গমেরচক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে ৯ টি ইয়াবা ট্যাবলেট ও দেড় গ্রাম হেরাইনসহ আটক হয় জাহাঙ্গীর হোসেন (৩২)। জাহাঙ্গীর এলাকার মৃত. ওহাব আলীর ছেলে। আসামীকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদন্ড দেন। উদ্ধার মাদকদ্রব্য ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রকাশ্যে ধ্বংস করা হয়। শিবগঞ্জের টিকরিয়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টায় একটি মাইক্রোবাস থামানো হয়। এসময় চালক শিবগঞ্জের মোবারকপুর নামোটিকরিয়া গ্রামের জেন্টু @কালুর ছেলে সুমন (৩৫) ও যাত্রী শিবগঞ্জ কানসাটের আশরাফুল ইসলামের ছেলে আকাশ আলী (২২) মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পরে বাসটি তল্লাশী করে ১৫২ বোতল ফেনসিডিল ও ২০ প্যাকেট ট্যাবলেট পাওয়া যায়। জব্দ মাইক্রোবাসটি শুল্ক অফিসে ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। এর আগে শিবগঞ্জের বাবুপুর তেররশিয়া এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইন ও ৯০ গ্রাম গাঁজাসহ আতাবুর রহমান(৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে। এঘটনায় পরদিন বুধবার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ