• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

মাদক আত্মসাতের অভিযোগে শিবগঞ্জ থানার ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেটঃ : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। আর এই উদ্ধারকৃত ফেন্সিডিল শিবগঞ্জ থানা পুলিশের ২ সদস্য আত্মসাৎ করায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত পুলিশের ২ সদস্য এস.আই আইনুল হক ও এ.এস.আই বাবুল। মাদক আত্মসাতের বিষয়ে নিশ্চিত হয়ে রবিবার এই আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। এদিকে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান পিপিএম কে তদন্ত করে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কানসাট বাজারের ঢাকাবাস স্টান্ড এলাকার একটি আমের আড়তে ক্যারেটে কাগজ দিয়ে বাঁধা অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)কে আটক করে পুলিশ। তবে আড়তের মধ্যে ৪টি আমের ক্যারেটে কাগজ দিয়ে বাঁধা অবস্থায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ১ জনকে আটক করার বিষয়টি স্থানীয়দের একাধিক সুত্র নিশ্চিত করলেও এস.আই আইনুল মাত্র ১’শ বোতল ফেনসিডিলসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে থানায় মামলা দায়ের করেন। শিবগঞ্জ থানার পুলিশ অফিসার ফেন্সিডিল আটকের পর তা আত্মসাত করায় তোলপাড় শুরু হয় পুলিশের মাঝে। এরই ব্যবস্থা হিসেবেই ২ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘটনা ঘটে। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, এসপি স্যার শনিবার রাতে এস.আই আইনুল হক ও এ.এস.আই বাবুলকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকেন। কেনো ডাকেন, তা বলতে পারবো না। আমি শুধু এস.পি স্যারের নির্দেশক্রমে তাদেরকে পাঠায়। এব্যাপারে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান, মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগ পাওয়ায় এস.আই আইনুল হক ও এ.এস.আই বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর থেকে যদি কোন পুলিশ সদস্য এসব অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত হয়, তাহলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে। আমি সকল পুলিশ সদস্যকে সর্তক বার্তা দিয়ে বলেছি, এখন থেকে সঠিক দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালনে কেউ যদি অপকর্ম করে আর তা যদি প্রমাণিত হয় তাহলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ সব উপজেলা থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার অব্যাহত রেখেছে পুলিশ। সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। তাই আমি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার যতদিন থাকব, ততদিন মাদকবিরোধী অভিযানে এ জেলায় কোন প্রকার নমনীয়তা বা আপোষ বরদাস্ত করা হবে না। মাদক নিমূর্লের জন্য পুলিশ বা কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবেনা। আমার পুলিশ বাহিনীর কোন সদস্যও আমার কাছ থেকে ক্ষমা পাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ