• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

কালিয়াকৈরে চলন্তবাসে ডাকাতি আটক ৪

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাসে ডাকাতি করার সময় ৪জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।এঘটনায় বাসের চালক রিফাত হোসেন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
ঢাকা-টাংগাইল মহাসড়কে উপজেলার বাড়ইপাড়া( নর্ন্দনর্পাক)নামক এলাকায় মঙ্গলবার রাতে ঠিকানা নামক পরিবহনে এঘটনা ঘটে।আটক কৃত ডাকাত দলের সদস্যরা হলো,নীলফামারী জেলার চৌরঙ্গির মোড় পাচমাথা এলাকার জাবেদ আলীর ছেলে জীবন(২০)সে বর্তমানে কালিয়াকৈর পৌরসভাস্থ কালামপুর এলাকার তারা বানুর বাড়ির ভাড়াটিয়া,২.বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রামের শাহজাহানের ছেলে আব্দুল্লাহ(২০)সে ভাতারিয়া এলাকায় সহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, নরশিংদী জেলার দামের বাউলা এলাকার আলতাফ হোসেনের ছেলে আল-আমিন(২২), টাংগাইলের মধুপুর উপজেলার দলপুর এলাকার মজিবুরের ছেলে আইনাল(২২)।

পুলিশ ও পরিবহন চালক সূত্রে জানা যায়,( ঢাকা মেট্রো ব ১৫-১৪৮১) ঠিকানা নামক পরিবহনটি ঢাকা থেকে কালিয়াকৈরে আসার পথে যাত্রী বেশে ১৫/১৬জনের একটি ডাকাতদল শ্রীপুর বাস্টেশন থেকে ওঠে।বাসটি যখন ঢাকা-টাংগাইলের মহাসড়কের বাড়ইপাড়া নামক এলাকায় পৌছালে ডাকাত দলের সদস্যরা বাসের হেলপার এবং চালককে বেদে রেখে,ডাকাত দলের রতন নামের এক সদ্যস বাসটি চালাতে থাকে।পরে চলন্ত বাসে পরিবহনে থাকা যাত্রীদের কাছ হতে ডাকাতি শুরু করে। এসময় যাত্রীদের কাছ নগদ টাকা এবং মোবাইল সেট কেরে নেয়।বাসটি চান্দরা এলাকা পৌছালে যাত্রীদের ডাকচিৎকারে আসাপাশের লোকজন ছুটে আসলে ডাকাত দলের সদ্যসরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ২জনকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।পরে আটককৃত ২ডাকাতের জবানবন্দিতে রাতে কালামপুর এলাকা থেকে আরো ২জনকে আটক করে পুলিশ।এসময় পুলিশের কাছে তারা স্বীকার করে আমরা দীর্ঘদিন যাবৎ চলন্ত বাসে এভাবে ডাকাতি করে থাকি।এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)উসমান গনি বিষয়টি নিশ্চত করে বলেন,ডাকাত দলের সদ্যসদের আটক করে গাজীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ