• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:

রাজশাহীর মনোনয়ন প্রত্যাশীরা প্রতিরোধের মূখে ?

আপডেটঃ : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর অধিকাংশ সংসদীয় আসনে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কথিত মনোনয়ন প্রত্যাশী একশ্রেণীর নেতা সরকার দলীয় সাংসদদের মনোনয়ন ঠেকানোর ঘোষণা দিয়ে মাঠে নেমে তৃণমূলের প্রতিরোধের মূখে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে চরম বে-কায়দায় রয়েছে বলে গুঞ্জন উঠেছে। এরা না পারছে মাঠ ছাড়তে না পারছে মাঠে নামতে এই পরিস্থিতিতে অনেকটা দিশেহারা হয়ে উঠেছে। জানা গেছে, দলীয় হাইকমান্ডের সবুজ সঙ্কেত পেয়ে রাজশাহীতে আগামি একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্র¯ত্ততি নিয়ে অনেক আগেই প্রচার-প্রচারণা শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদরা। অথচ কোনো অবস্থাতেই মনোনয়ন পাবেন না তৃণমূল তাদের কোনো অবস্থাতেই মেনে নিবেন না এটা নিশ্চিত হয়েও কখিম মনোনয়ন প্রত্যাশীরা মাঝে মাঝে ঢু মারছে আওয়ামী লীগের অত্যন্ত সম্ভবনাময় গোছানো ভোটের মাঠ নস্ট করতে। রাজশাহীর অধিকাংশ আসনে বর্তমান এমপিরা হাইকমান্ডের সবুজ সঙ্কেত পেয়ে অনেক আগে থেকেই প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূলে নিজেদের শক্ত অবস্থান পাকাপোক্ত করে রেখেছেন। অথচ কোনো অবস্থাতেই দলীয় মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত হয়েও একশ্রেণীর নেতা বর্তমান এমপিদের বিরোধীতা করতে গিয়ে পরোক্ষ ভাবে আওয়ামী লীগের বিরোধীতা করে তৃণমূলের কাছে গণদুশমণে পরিনত হয়ে উঠেছে। এমনকি এমপি বিরোধী কেউ কেউ ইতমধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিতে অঢেল টাকা-পয়সা উড়িয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেও তৃণমূলে সাড়া না পেয়ে নিঃস্ব হতে চলেছে, আবার কেউ রাজ্য-রাজকন্যা (দলীয় পদ) দুটিই হারাতে বসেছে। অধিকাংশ নেতা মনোনয়ন প্রত্যাশী বলে প্রচার-প্রচারণা করলেও দলের নীতিনির্ধারক মহলে এমনকি তৃণমূলে তাদের মনোনয়ন প্রাপ্তির যথার্থতা তুলে ধরে প্রমাণ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে অধিকাংশ আসনেই কথিত মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূলে প্রচন্ড প্রতিরোধের মূখে পড়ে চোখে সর্ষে ফুল দেখছে, চেহারায় চরম হতাশার ছাপ ফুটে উঠেছে। তৃণমূলের ভাষ্য মতে, এদের কারো কারো বিরুদ্ধে ভারতীয় চোরাকারবারীর সঙ্গে সক্ষ্যতা, মূর্তি ব্যবসা, জাময়াত-বিএনপি কানেকশন, জামায়াত-বিএনপির অর্থ নিয়ে দলের পৃথক বলয় সৃষ্টির পাঁয়তারা ও তৃণমূলে বিভ্রান্তি ছড়ানো, সমাজের উঠতি বয়সী টাউট-বাটপারদের আশ্রয়-পশ্রয় দেয়া,অনিয়ম-দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ইত্যাদি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা মূখরুচোক গুঞ্জন বইছে। সূত্র মতে রাজশাহীর অধিকাংশ আসনে একশ্রেণীর কথিত মনোনয় প্রত্যাশীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল। তৃলমূল বলছে, এদের বিরুদ্ধে এখানোই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামি একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এরা আওয়ামী লীগে থেকেই আওয়ামী লীগের তথা নৌকা প্রতিকের ক্ষতিসাধন করবে। তৃণমূলের ভাষ্য, মনোনয়ন প্রত্যাশীরা কোনো মনোনয়ন পাবেন আর বর্তমান এমপিদের কেনো মনোনয়ন বঞ্চিত করা হবে সেটা তারাই সুনিদ্রিষ্ট ভাবে ব্য্যক্ষা করতে পারছে না তাহলে মনোনয়ন চাচ্ছেন কিশের আশায়।
রাজশাহীর তৃণমূলের অভিমত, এলাকার জনবিচ্ছিন্ন, বির্তকিত ও বহিরাগতদের নিয়ে একশ্রেণীর মনোনয়ন প্রত্যাশী শো-ডাউন, পথসভা ইত্যাদি করেও এমপিদের ওপর অদৃশ্য চাপ সৃষ্টিতে ব্যর্থ হয়ে এবার প্রাষাদ-ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এখন একটাই উদ্দেশ্যে মনোনয়ন পাওয়া নয় এমপিদের মনোনয়ন ঠেকানো, এক্ষেত্রে ব্যর্ধ হলেও যেকোনো মূল্য এমপিদের বিজয় ঠেকিয়ে পরাজয় ঘটানো। আর এই জন্য তারা জামায়াত-বিএনপির কাছে থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে দলের কিছু বিপদগামী নেতাকর্মীদের নিয়ে পৃথক বলয় সৃস্টির অপতৎপরতা জড়িয়ে পড়েছে। রাজশাহীর অধিকাংশ সংসদীয় এলাকায় কথিত মনোনয়ন প্রত্যাশীদের আচরণে ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে, কোথাও গাড়ি ভাংচুর, কোথাও গণধাওয়া ও বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে আলোচনা রয়েছে। আবার কোথাও কোথাও এরা আওয়ামী লীগে থেকেও আওয়ামী লীগের চাদর গাঁয়ে জামায়াত-বিএনপির বি-টিম হয়ে কাজ করছে। অথচ এরা আদর্শিক দাবি করলেও তাদের আদর্শহীন কর্মকান্ডে তাদের বিরুদ্ধে তৃণমূলে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে বিরাজ করছে বিস্ফোরণমূখ পরিস্থিতি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও রাজশাহী আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ