• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

রংপুরে সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

রংপুর অফিস॥
ইউনিয়ন ডিজিটাল সেন্টাারের সক্ষমতা বৃদ্ধিতে চেয়ারম্যান সচিব এবং উদ্যোক্তাগণদের  তিন দিন ব্যাপী প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে আরডিআরএস মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপ-পরিচালক স্থানীয় সরকার  মো: রুহুল আমিন মিঞা । জুট টেক্সটাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাধ্যমে বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন করেছে । ইউরোপিয়ন কমিশন এর আর্থিক সহযোগীতা এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ “জুট টেক্সটাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাধ্যমে বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন” প্রকল্পটি গত ফেব্রয়ারী ২০১৭ থেকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার এর সেবার মান বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে এলইডি মনিটরসহ কম্পিটার প্রদান করা হয় এবং চেয়ারম্যান, সচিব এবং উদ্যোক্তাগণদের জন্য আরডিআরএস বাংলাদেশ রংপুর অফিসে প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ  লুৎফর রহমান, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী, ইসি-প্রিজম প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ রকিবুল বাহার। উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার ফার্ম পাওয়ার স্পেসিয়ালিষ্ট, প্র্যাকটিক্যাল এ্যাকশন রেজাউল করিম, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, প্র্যাকটিক্যাল এ্যাকশন, পারমিতা দত্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ