• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

যে দল ৮০ শতাংশ ভোট পাবে তাদের নির্বাচনে আসতে এত ভয় কেন?

আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৮০ শতাংশ ভোট পাওয়া নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ তাকে জ্যোতিষী ও গণক উপাধি দিয়েছেন।

শনিবার দুপুরে ভোলার উপশহর বাংলাবাজারে নবনির্মিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন,এখনও নির্বাচনই হলো না- বিএনপি ৮০ শতাংশ ভোট পেয়ে গেলেন।যে দল ৮০ শতাংশ ভোট পাবে বলে আশাবাদী তাদের নির্বাচনে আসতে এত ভয় কেন। আমি মনে করি ৮০ শতাংশ ভোট যাদের আছে তারা সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের অধীনে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করা উচিত।

এছাড়া বিএনপি সব কিছুকে নেগেটিভ ধারণা নিয়ে দেখে। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদের হারিয়ে দেয়া হচ্ছে, আবার জেতার পরে বলে ঠিকমতো ভোট হলে আমরা আরও ভোট পেতাম।

বিএনপির নীতি আদর্শ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। এছাড়া তাদের কোনো বিকল্প নেই। তাদের ভয় কিসের, তারা তো ৮০ শতাংশ ভোট পাবে। ভোট দেবে জনগণ, তাই অহেতুক কথা বলে লাভ নেই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। এবং আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার গঠন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, কবি তারিখ সুজাত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ