কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির লাশ বাড়ির অদূরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।
নিহত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শিশুটির মা বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার সকালেও মেয়েকে নিজ হাতে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। কিন্তু স্কুল ছুটির অনেক সময় পার হওয়ার পরও বাড়িতে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে আমি সদর দক্ষিণ থানায় জিডি করতে রওনা দিই। অর্ধেক রাস্তা যাওয়ার পর খবর পাই আমার মেয়েকে রাস্তার পাশের ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মজিব জানান, এই বয়সের একটা ছোট্ট শিশুকে এমন নির্যাতন করে হত্যার বিষয়টি কোনোভাবেই আমরা এলাকাবাসী মেনে নিতে পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার দাবি করছি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি বলেন, ‘আমরা লাশের সুরতহাল সংগ্রহ করেছি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।