যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কতটা প্রতিযোগিতার মুখোমুখি? না একান্তভাবেই মনোপলি- তা তদন্ত করছে দেশটির সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)। গত ১২ মার্চ এ নিয়ে প্রাথমিক শুনানি হয়।
তদন্তের অংশ হিসেবে ইউএসআইটিসি’র একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছে। গত দু’দিনে প্রতিনিধিদলটি বাণিজ্য, শ্রম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। দায়িত্বশীর কূটনৈতিক সূত্র মতে, মূলত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির শীর্ষে থাকা বাংলাদেশসহ পাঁচটি দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতার সামর্থ্য নিয়ে তদন্ত করছে ইউএসআইটিসি।
এ নিয়ে ওয়াশিংটনে আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে আলোচনা হবে। বাংলাদেশসহ ওই পাঁচ দেশের যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করার মতো সক্ষমতা কতটা রয়েছে, তা নানা পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে খতিয়ে দেখছে মার্কিন এই সংস্থা। আগামী ৩০ আগস্ট কমিশন তাদের তদন্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে উপস্থাপন করবে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।