• শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও কালটার বিষ উদ্ধার

আপডেটঃ : সোমবার, ১২ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গুলি ও কালটার বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার সকাল সোয়া ৮টায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় নায়েক মো. মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সীমান্ত পিলার ১৮১/৩ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় রাত প্রায় ৮টায় একজন চোরাকারবারী পোটলাসহ টহল দলের কাছাকাছি এলে টহল দলকে দেখে হাতে থাকা পোটলা ফেলে অতিদ্রুত দৌড়ে সীমান্তবর্তী দেশ ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ফেলে যাওয়া পোটলা তল্লাশী করে ১ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের ইউএসএ তৈরী ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং আম গাছে প্রয়োগের উদ্দেশ্যে আনা ১ বোতল নিষিদ্ধ কালটার বিষ উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক আরো জানান, দায়িত্বপ্রাপ্ত সীমান্তে সকল ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্যাদি চোরাচালানের বিরুদ্ধে ৫৯ বিজিবি’র টহল জোরদার ছিলো এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটককৃত অস্ত্র, ম্যাগজিন ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় এবং কালটার বিষ শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ