• বুধবার, ০১ মে ২০২৪, ১১:০১ অপরাহ্ন

বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রমুখ। জেলা ব্রান্ডিং বিষয়ের বিস্তারিত উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোহাম্মাদ শাহরিয়ার মোক্তার। কর্মশালায় জানানো হয়, বাগেরহাট জেলা ব্রান্ডিং বিষয় হিসেবে পর্যটনকে বেছে নেয়া হয়েছে। এ লক্ষে জেলায় পর্যটন বান্ধব সুযোগ সুবিধা সৃষ্টি ও পর্যটন স্পটগুলোর তথ্য তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।বক্তারা বলেন, দেশের ৩টি বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে দুটির অবস্থান বাগেরহাটে। যার একটি সুন্দরবন অন্যটি ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের স্থাপত্য। এসবের পাশাপাশি জেলার সংস্কৃতি ও ঐতিহ্য, বিখ্যাত খাবার, প্রসিদ্ধ পন্য সামগ্রি পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগ নিতে হবে। জেলা ব্রান্ডিংয়ের ফলে পর্যটনসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এক্ষেত্রে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মশালার সকল বক্তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ