• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ আলম চৌধুরীর ইন্তেকাল

আপডেটঃ : সোমবার, ২০ আগস্ট, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
ঘাটাইল উপজেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শাহ আলম চৌধুরী (৭৫) দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে গত ১৯ আগস্ট সকালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা এবং বাদ আসর নিজ গ্রাম লোকেরপাড়া ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে এক বেদনা বিধুর পরিবেশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। শিক্ষক, সাংবাদিক, আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সে সময় সুধী জনের পক্ষ থেকে বলা হয় সমাজসেবা ও শিক্ষা সম্প্রসারণে শাহআলম চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে প্রতিষ্ঠানটির উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছেন।
শাহআলম চৌধুরীর ইন্তেকালে গোভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, সাবেক এমপি খাদিজা এমদাদ লতা, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাপ্তাহিক ডিজিটাল বাংলা পত্রিকার প্রধান সম্পাদক আনোয়ার হোসেন বকুল। তারা শোক সন্তপ্ত পরিবার পরিজন ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাহফেরাত কামনা করেন।
উল্লেখ্য শাহআলম চৌধুরী সাবেক ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট ইয়াকুব আলী চৌধুরীর পুত্র, আনেহলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস হোসেন চৌধুরীর ছোট ভাই, আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন চৌধুরীর চাচা ও সাংবাদিক সৈয়দ সরোয়ার সাদী রাজুর মামা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ